জম্মু-কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনাবাহিনী। সেনা সূত্রে খবর অনুযায়ী, পুঞ্চের কিরনি ও দিগ্বর সেক্টরের কাছে সোমবার (২ অক্টোবর ) সকাল ছ’টা ৫০ নাগাদ গুলি চালাতে শুরু করে পাক সেনা। পাক সেনাদের গুলিতে ইশরার আহমেদ নামে ১০ বছরের কিশোর এবং জেসমিন আখতার নামে ১৫ বছরের এক কিশোরীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জন ভারতীয় জওয়ান আহত হয়েছে। পাক বাহিনী গুলির পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি, কেরন সেক্টরে পাক অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে নিরাপত্তা বাহিনী। সেনা সূত্রের খবর অনুযায়ী, নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে এক অনুপ্রবেশকারীর। দুই দিন আগে জম্মু-কাশ্মীরের আর্নিয়া সেক্টরে তল্লাশি চালাতে গিয়ে সীমান্তে এক সুড়ঙ্গ নজরে আসে বিএসএফের। তার পর থেকে সীমান্ত এলাকায় নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে পাক বাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘন ভারত-পাকিস্তান উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী সূত্রে পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪৩৫ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী।
সূত্র: আনন্দবাজার