বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠলো ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে ২০১০ সালে সর্বশেষ কোনো ত্রিদেশীয় ক্রিকেটের আসর বসেছিলো ক্রিকেট পাগল বাংলাদেশে। দীর্ঘ আট বছর পর আবার ঢাকার মাঠে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদশ ও জিম্বাবুয়ে ছাড়া টুর্নামেন্টের আরেক দল শ্রীলংকা। এই ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়েই নতুন বছর শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৬৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মধ্যে ৩৯টি জিতেছে বাংলাদেশ। আর জিম্বাবুয়ের জয় ২৮টি ম্যাচে। যদিও ২০১০ সালের ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে এসে কোনো ওয়ানডে ম্যাচ জেতেনি জিম্বাবুয়ে। সর্বশেষ ২০১৫ সালে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ঐ সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।