ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার ১২টায় মুখোমুখি হচ্ছেন তারা। এর আগে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে দুইবার ও শ্রীলঙ্কাকে একবার হারিয়েছে বাংলাদেশ। ফাইনাল খেলায় জিততে চায় টাইগাররা। প্রায় দশ বছর আগেও বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে লঙ্কানদের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। মাশরাফি বাহিনী এবার প্রতিশোধ নিতে পারে কি না তা দেখার অপেক্ষায় টাইগাররা ভক্তরা। ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। মাত্র ৮২ রানে অলআউট হওয়ার লজ্জা পেয়েছে। পেয়েছে ১০ উইকেটে হারের লজ্জাও। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য এটাকে শাপে বর হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘যেভাবে আমরা হেরেছি ওটা অবশ্যই আমদের জন্য খুব স্বস্তির বিষয় ছিলো না। যে পরিস্থিতি ছিলো দু’শ করলে অন্যরকম হতো। আর হ্যাঁ, ফাইনালের আগে এমনিতেই চাপ থাকবে।ফাইনালের আগে হারায় ওইদিক থেকে সমতায় এসেছে। সবাই মাঠে আরেকটু চিন্তায় থাকতে পারে মাঠে। এটাকে আমি ভালোভাবে দেখি। কারণ এতে সবাই আরও সতর্ক থাকবে। শিরোপা লড়াইয়ে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আসবে বলে আভাস মিলেছে। অফ ফর্মে থাকা এনামুল হক বিজয় ও নাসির হোসেন বাদ পরছেন তা প্রায় নিশ্চিত। তাদের জায়গায় বিবেচিত হচ্ছেন মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ। আগের দিনই দলে ইমরুল কায়েস ফিরলেও ওপেনিংয়ে বিজয়ের বিকল্প হিসেবে মিঠুনকেই ভাবছে টিম ম্যানেজমেন্ট।আর শ্রীলঙ্কায় বাঁহাতি ব্যাটসম্যানের প্রাধান্যের কথা বিবেচনা করেই মিরাজকে ভাবছে তারা। পাশাপাশি নাসিরের অফফর্ম সে ভাবনাকে জোরালো করেছে। পরিবর্তন আসতে পারে পেস অল রাউন্ডারের জায়গায়ও। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে সুবিধা করতে পারেননি আবুল হাসান রাজু। তার জায়গায় ফিরছেন মোহাম্মদ সাইফউদ্দিন।