শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ: ০৩:৪৯ pm ১৫-০৬-২০১৭ হালনাগাদ: ০৩:৫২ pm ১৫-০৬-২০১৭
 
 
 


সকল জল্পনা কল্পনার অবসান শেষ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। চ্যাম্পিয়নস ট্রফির শেষ সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে যেতে হচ্ছে বাংলাদেশকে।

চ্যাম্পিয়নস ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে প্রস্তুত বাংলাদেশ। এই একটি ম্যাচ জিতলেই টাইগাররা পৌঁছে যাবে বৈশ্বিক কোনও টুর্নামেন্টের প্রথম ফাইনালে। সম্প্রতি ভারত-পাকিস্তানের ম্যাচের পর বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করে। দুই দলের শরীরি ভাষায় ‘খুনে’ মনোভাব স্পষ্টই ফুটে উঠে! খেলোয়াড়দের বাইরেও দুই দেশের ক্রিকেট ভক্তরা সামাজিক মিডিয়ায় যুদ্ধে লিপ্ত হন, যেটা কিনা মাঝে মাঝে বাড়াবাড়ি পর্যায়েও চলে যায়।

বৃহস্পতিবার এমন ঝাঁজ নিয়েই বাংলাদেশ-ভারত ক্রিকেটের মহারণ মাঠে গড়াচ্ছে। বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও বিটিভি।

প্রথমবার সেমিফাইনাল খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ এমন এক অর্জনে রোমাঞ্চিত। রোমাঞ্চ সঙ্গী করে ভারতের বিপক্ষে ভা্লো ক্রিকেট খেলার প্রত্যাশা মাশরাফির। তবে প্রতিপক্ষ ভারত বলেই বাংলাদেশের জন্য খানিকটা চিন্তার। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে হারের পর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ১ রানে হারতে হয়েছিল বাংলাদেশকে। এই দুটি ম্যাচের মধ্যে কোয়ার্টার ফাইনালের তিক্ত অভিজ্ঞতার কথা টাইগার সমর্থকরা হয়তো কখনও ভুলতে পারবেন না। ওই ম্যাচের পর যতবার ভারত-বাংলাদেশ লড়াই হয়েছে, সেটা পেয়েছে ভিন্ন মাত্রা। ময়দানে থেকেছে বাড়তি ঝাঁজ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT