নতুন রেকর্ড গড়ে শচীন টেন্ডুলকারকে টপকালেন বিরাট কোহলি। রান তাড়া করার ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে এই রেকর্ড ভাঙলেন কোহলি। গতরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮তম সেঞ্চুরি হাঁকান কোহলি। ম্যাচ তাড়া করার ম্যাচে সেটি ছিল তার ১৮তম। ফলে ১৭টি সেঞ্চুরি হাঁকানো শচীনকে পেছনে ফেললেন ভারতীয় দলের এই বর্তমান অধিনায়ক। ব্যক্তিগত ক্যারিয়ারে রান তাড়া করা ম্যাচগুলোতে ১৭ বার সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। শচীনের ১৭তম সেঞ্চুরি এসেছিলো ২৩২তম ইনিংসে। সেখানে কোহলির ১৮তম সেঞ্চুরি আসলো ১০২তম ইনিংসে। সেই ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয়স্থানে যৌথভাবে আছেন শ্রীলংকার তিলকরত্নে দিলশান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দু'জনই ১১টি করে সেঞ্চুরি করেছেন। ১০টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের সাঈদ আনোয়ার।