টেস্ট খেলার জন্য আলোচনা শুরু করেছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড (এসিবি)। চলতি বছরের শেষের দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে তারা। নিজের মাটিতে সিরিজ আয়োজন করার ইচ্ছা রয়েছে টেস্টে অভিষেক হতে যাওয়া দেশটির। তবে সেটি সম্ভব না হলে ভারত বা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। এমনটিই জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবি জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজে থাকবে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুটি অথবা তিনটি টি২০ ম্যাচ।