নারায়ণগঞ্জের ত্বকী হত্যার বিচার দাবিতে চারদিন ব্যাপী কর্মসূচির শেষ দিনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় সমাবেশের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
সমাবেশে বক্তারা বলেন, ত্বকী হত্যার বিচার বন্ধে, বিচার ব্যবস্থার উপর প্রতিবন্ধকতা চাপিয়ে দেয়া হচ্ছে। ৫ বছরে বিচারহীনতার কারণে খুনীরা আড়ালে থেকে যাচ্ছে বলে তারা মন্তব্য করেন।
সমাবেশে, রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল কাজল ও গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি র্যালি বের করেন তারা।