শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
দিবা-রাত্রির টেস্টে ক্যারিবীয়দের ইনিংসে হারিয়ে দিয়েছে ইংলিশরা
প্রকাশ: ০১:৩২ pm ২০-০৮-২০১৭ হালনাগাদ: ০১:৩৪ pm ২০-০৮-২০১৭
 
 
 


প্রথমবারের মতো ইংল্যান্ডে দিবা-রাত্রির টেস্ট খেলতে নেমেছিল দুই দল। সেই টেস্টে দাপট দেখিয়ে ক্যারিবীয়দের ইনিংসে হারিয়ে দিয়েছে ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজ হেরেছে এক ইনিংস ও ২০৯ রানে। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

তৃতীয় দিন ১৬৮ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পরে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নামলেও আগের দৈন্যদশা কাটিয়ে উঠতে পারেনি। এবার গুটিয়ে যায় আরও কম রানে- ১৩৭! দুই ইনিংসে সফরকারীরা ব্যাট করে মাত্র ৭৬.৪ ওভার। তাতে ছিল ২৬১ রান ও ১৯ উইকেট!

এই ইনিংসে একাই তিন উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ৩৪ রানের বিনিময়ে হন সর্বোচ্চ শিকারি। এছাড়া দুটি করে নেন জেমস অ্যান্ডারসন রোল্যান্ড জোন্স ও মঈন আলী।

প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ পাইয়ে দিতে একাই ২৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যালিস্টার কুক। তার ওপর ভর করেই ৮ উইকেটে ৫১৪ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।  সিরিজের একমাত্র দিবা-রাত্রির এই টেস্ট দাপটের সঙ্গে জেতায় অপরিবর্তিত স্কোয়াড নিয়েই পরের টেস্ট খেলবে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংস ৫১৪/৮ ডি. (কুক ২৪৩, রুট ১৩৬; চেস ৪/১১৩)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৬৮ ও দ্বিতীয় ইনিংস: ১৩৭

ফল: ইংল্যান্ড এক ইনিংস ও ২০৯ রানে জয়ী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT