শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মুমিনুলের হাফ সেঞ্চুরীতে টাইগারদের ম্যাচে ফেরা
প্রকাশ: ০৯:৩০ am ০৪-০২-২০১৮ হালনাগাদ: ১২:১২ pm ০৪-০২-২০১৮
 
 
 


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম টেস্টের শেষ দিনে হার এড়াতে ফের ব্যাট করছে  বাংলাদেশ। যেখানে খেলার পঞ্চম দিন ১১৯ রানে পিছিয়ে রয়েছে। চতুর্থ দিন শেষে ৮১ রানে টডঅর্ডারের তিন উইকেট হারিয়ে স্বাগতিকরা। ৫৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছে বাংলাদেশ।ব্যাটিংয়ে অপরাজিত আছেন মুমিনুল হক ৭০ ও লিটন দাশ ৪৭ নিয়ে।  প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ ১১৯ রানে পিছিয়ে রয়েছে। হাতে আছে সাতটি উইকেট। এর আগে চা বিরতির পর অবধি প্রথম ইনিংসে প্রায় দুই শ’ ওভার খেলে নয় উইকেটে ৭১৩ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। ফলে ২০০ রানে লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬.৫ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ ৮১ রান। তামিম ইকবাল ৪১, ইমরুল কায়েস ১৯, এবং মুশফিকুর রহিম ২ রান করে আউট হয়েছেন। ২০ রান করে অপরাজিত আছেন আগের ইনিংসের শতক হাকানো ব্যাটসম্যান মুমিনুল হক। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৫১৩ রান সংগ্রহ করেছিল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন মুমিনুল হক। তিনি ১৬টি চার ও ১টি ছক্কার মারসহ ২১৪ বলে ১৭৬ রান করেন। এ ছাড়া, অর্ধ শতক হাকান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৯৯.৩ ওভারে ৭১৩/৯ ইনিংস ঘোষণা (করুনারত্নে ০, কুশল মেন্ডিস ১৯৬, ধনঞ্জয় সিলভা ১৭৩, রোশেন সিলভা ১০৯, দিনেশ চান্দিমাল ৮৭, নিরোশান ডিকভেলা ৬২, দিলরুবান পেরেরা ৩২, রঙ্গনা হেরাথ ২৪, লাকমাল ৯, লাহিরু কুমার ২*; মুস্তাফিজ ৩২-৬-১১৩-১, সানজামুল ৪৫-২-১৫৩-১, মিরাজ ৪৯-৪-১৭৪-৩, তাইজুল ৬৭.৩-১৩-২১৯-১, মোসাদ্দেক ৩-০-২৪-০, মুমিনুল ২-০-৬-০, মাহমুদউল্লাহ ১-০-৭-০)

বাংলাদেশ ১ম ইনিংস: ৫১৩/১০ (তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মমিনুল হক ১৭৬, মুশফিকুর রহিম ৯২, লিটন দাস ০, মাহমুদুল্লাহ রিয়াদ ৮৩*, মোসাদ্দেক হোসেন ৮, মেহেদী হাসান ২০, সানজামুল ইসলাম ২৪, তাইজুল ইসলাম ১, মুস্তাফিজুর রহমান ৮; লাকমাল ২৩.৫-৪-৬৮-৩, লাহিরু কুমার ১৫-১-৭৯-০, দিলরুবান পেরেরা ২৭-৪-১১২-১, রঙ্গনা হেরাথ ৩৭-২-১৫০-৩, সান্দাকান ২২-১-৯২-২, ধনঞ্জয় সিলভা ৫-০-১২-০) ২য় ইনিংস: ২৬.৫ ওভারে ৮০/২( তামিম ইকবাল ৪১, ইমরুল কায়েস ১৯, মমিনুল হক ২০*, মুশফিকুর রহিম ২; রঙ্গনা হেরাথ ৬.৫-০-২২-১, লাকমাল ৪-০-১৬-০, ধনঞ্জয় সিলভা ৬-০-২০-০, দিলরুবান পেরেরা ৭-১-২০-১, সান্দাকান ৩-১-৩-১)।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT