শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
দিবা-রাত্রির প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড
প্রকাশ: ১১:৪৭ am ১৯-০৮-২০১৭ হালনাগাদ: ১১:৫১ am ১৯-০৮-২০১৭
 
 
 


অ্যাজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। আর এটি সম্ভব করেছে অ্যালিস্টার কুকের ডাবল সেঞ্চুরি। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৫১৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা। জবাবে দ্বিতীয় দিন শেষে ওয়েষ্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান। আগের দিন ১৫৩ রানে অপরাজিত থাকা কুক শুক্রবার দিবা-রাত্রির টেস্টে ইংল্যান্ডের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান। তার সঙ্গে গতকাল ব্যাট করতে নেমে ৬৫ রান করে রস্টন চেজের শিকার হয়েছেন ডেভিড মালান। এরপর বেন স্টোকস ১০ ও বেয়ারস্টো ১৮ রান করে সাজঘরে ফিরেছেন। ট্রিবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া কুককে এলবিডব্লিউর রিভিউ নিয়ে থামান চেইজ। তার বল ফ্লিক করতে গিয়ে ব্যাট ছোঁয়াতে পারেননি কুক। ফলে ৪০৭ বলে ৩৩ চারে কুকের ২৪৩ রানের ইনিংসে ছেদ পড়ে। আর তার বিদায়ের পরড়ই ইনিংস ঘোষণা দিয়ে দেয়ে স্বাগতিকরা। বল হাতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১১৩ রানের খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন অলরাউন্ডার চেইজ। ২টি উইকেট নিয়েছেন কেমার রোচ। আর কামিন্স ও জেসন হোল্ডার নিয়েছেন ১টি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১ম ইনিংস: ১৩৫.৫ ওভারে ৫১৪/৮ ইনিংস ঘোষণা (কুক ২৪৩, স্টোনম্যান ৮, ওয়েস্টলি ৮, রুট ১৩৬, মালান ৬৫, স্টোকস ১০, বেয়ারস্টো ১৮, মইন ০, রোল্যান্ড-জোন্স ৬; রোচ ২/৮৬, জোসেফ ০/১০৯, কামিন্স ১/৮৭, হোল্ডার ১/১০৩, চেইস ৪/১১৩, ব্র্যাথওয়েট ০/৬) ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬ ওভারে ৪৪/১ (ব্র্যাথওয়েট ০, পাওয়েল ১৮*, কাইল ২৫*; অ্যান্ডারসন ১/১৭, ব্রড ০/২৭)

 

 

ছবিঃ আইসিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT