চলন্ত বাসে ধর্ষণ শেষে হত্যাকাণ্ডের শিকার জাকিয়া সুলতানা রূপার ছোট বোন পপি খাতুনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে অফিস সহকারী পদে নিয়োগ পেয়েছেন পপি। আগামী ১৫ নভেম্বর কর্মস্থলে তাঁকে যোগ দিতে বলা হয়েছে।
মঙ্গলবার এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে অফিসে পপির হাতে নিয়োগপত্র তুলে দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির।
গত ১ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণের শিকার হয়ে নিহত রূপার বাড়িতে গিয়ে তাঁর ছোট বোনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তাঁর বায়োডাটা নেন।
গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় রূপাকে ধর্ষণ ও হত্যা করে লাশটি মধুপুর বনে সড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচ পরিবহন শ্রমিককে আসামি করে মামলা হয়। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।