মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের নাটাবাড়িয়া গ্রামের কাঁচা রাস্তা পাকা করনের দাবীতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটাবা[ীয়া আদর্শ ক্লাবের আয়োজনে রোববার সকালে নাটাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের কাঁদা রাস্তার উপর মানববন্ধন করে। এময় বক্তব্য রাখেন নাটাবাড়ীয়া সরকার প্রিাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, নাটাবাড়ীয়া আদর্শ ক্লাবের সভাপতি জহুরুল বিশ্বাস, সাধারন সম্পাদক শামীম আহমেদ ও স্থানীয় সাংবাদিক মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বৃহত্তর অঞ্চলের এবং হরিণাকুন্ডু বৃহত্তর পূর্ব অংশের প্রতিদিনের প্রয়োজনীয়তা বহন করেচলেছে এই নাটাবাড়ীয় ও দারিয়াপুর রাস্তাটি।এই রাস্তা দিয়ে হলিধানী বাজারে যদি কোন কাঁচামাল, তরিতরকারী, মাছ, মাংস, শাক-সব্জি না আসতো তাহলে বাজারে সংকট পড়ে যায়। তাই মাননীয় প্রধান মন্ত্রীর নিকট হলিধানী বাজার অধিনস্থ নাটাবাড়ীয়া হতে দারিয়াপুর ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করনের দাবি জানান।