যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, ব্যবসায়ী জাকির খান ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিউইয়র্ক সময় সাড়ে ছয়টার দিকে তাকে ব্রঙ্কসের নিজ বাসায় হত্যা করা হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে জাকিরখানের বাড়িওয়ালাই তাকে ছুরিকাহত করেন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জাকির খানের সঙ্গে পরিবারের কাছ থেকে আম্বালা নিউজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এক মিশরীয় আমেরিকানের বাড়িতে ভাড়া থাকতেন জাকির খান। সেই বাড়িওয়ালাই তাকে ছুরিকাহত করেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার বয়স হয়েছিলো ৪৪ বছর।তিনি সিলেট বিভাগের ফ্রেঞ্চুগঞ্জের সন্তান।
পুলিশ জানায় সন্ধ্যা সাড়ে ছয়টা ৯১১ এ কল পাওয়ার পর তারা ব্রঙ্কসের থ্রঙ্গস নেক সেকশনের বাড়িটিতে যায়। সেখানে তারা দেখতে পায় জাকির খানের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত তাকে জ্যাকোবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
৫১ বছর বয়সী ওই বাড়িওয়ালাকে পুলিশ এরই মধ্যে আটক করে কাস্টডিতে নিয়েছে।
মোঃ আকবর আলী রাব্বী