শ্রীলঙ্কার বিরুদ্ধে বুধবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সাকিব আল হাসানেরই। কিন্তু একটা চোট সবকিছু ওলটপালট করে দিয়েছে। সাকিব আল-হাসানের ইনজুরির কারণে দলের নেতৃত্ব এখন ডেপুটি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ঘাড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে টস করতে হবে তাকেই। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক হয়ে আসা মাহমুদউল্লাহ জানালেন সেই কথাই। সাকিব আল হাসানকে হারানোর হাহাকারই ঝরল মাহমুদউল্লাহর মুখ থেকে। তিনি বলেন, যেভাবে নেতৃত্ব পেয়েছি, সেভাবে পেতে চাইনি কখনো। কারণ সাকিব আল হাসান আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওকে হারানো দলের জন্য বড় একটা বিপর্যয়ই বলতে হবে। ওর মতো টপ ক্লাস ক্রিকেটারকে না পাওয়া দলের জন্য অবশ্যই ক্ষতির।