শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
পাকিস্তান ক্রিকেটে সব ফরম্যাটে অধিনায়ক হলেন সরফরাজ আহমেদ
প্রকাশ: ০৯:৫৬ am ০৫-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৫৮ am ০৫-০৭-২০১৭
 
 
 


ক্রিকেটের তিন ফরম্যাটেই টিম পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সরফরাজ আহমেদ। মঙ্গলবার তাকে টেস্ট দলের অধিনায়ক ঘোষণা করা হয়। আগে থেকেই ওডিআই এবং টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন তিনি।   সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলে পাকিস্তান। সরফরাজের হাত ধরেই দীর্ঘদিন পর এই সাফল্য অর্জন করেছে টিম পাকিস্তান। আর সেটির পুরস্কারস্বরূপ টেস্ট ফরম্যাটের অধিনায়কের দায়িত্বও তুলে দেওয়া হল তার হাতে।   সরফরাজ এই দায়িত্ব আনন্দের সঙ্গেই গ্রহন করেছেন বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। এতে করে পাকিস্তানের ৩২তম টেস্ট অধিনায়ক হলেন সরফরাজ। ২০১২ সালের পর আবারও পাকিস্তান ক্রিকেটে সব ফরম্যাটে এক জনই অধিনায়ক হলেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT