নারী উন্নয়নে বাংলাদেশ যেমন বিশ্বে মডেল হয়ে দাঁড়িয়েছে, তেমনি একই ক্ষেত্রে বাংলাদেশি এক কিশোরীকে মডেল হিসেবে তুলে ধরেছে কানাডা।
কানাডার অন্টারিও সরকার গত মাসের এক তারিখে একটি পোস্টার করে। এতে শিরোনাম করে- When you rally behind a girl, the whole world wins। এটি অনলাইনে এবং টরন্টোর বিভিন্ন স্থানে চোখে পড়ছে। শাদা শার্ট, কালো টিপ পরা, বেনী দোলানো এক শ্যামলা কিশোরী। হাতে বইখাতা। তাতে বাংলা লেখায় দেখা যাচ্ছে- ক্লাশ রুটিন ২০১৫ এবং রুটিনের ছক।
এর আগে, কানাডা ভিত্তিক প্ল্যান ইন্টারন্যাশনাল নামক এনজিও’র ফান্ডিংয়ের রাইজিংয়ের একটি পোস্টারে স্থান পেয়েছে বাংলাদেশি জন্মসনদপত্র অস্পষ্টভাবে যুক্ত করা আরেক কিশোরী।
সেই পোস্টার ট্রেনের ভেতর এবং ইয়াং সাবওয়েতে সেঁটে দেয়া হয়েছে! জন্মসনদের প্রয়োজনীয়তার উল্লেখ করে প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের এই পোষ্টার প্রচার করছে।