দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আরো একটি সুখবর বাংলাদেশের জন্য। ডেল স্টেইনের পর এবার ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার ভারনন ফিলেন্ডার। আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বিষয়টি নিশ্চিত করেছে।
চোটগ্রস্ত ফিলেন্ডারের নির্বাসন প্রক্রিয়া এখনও পুরোপুরি সম্পন্ন না হওয়ায় প্রথম টেস্টে দেখা যাবে না তাকে। তবে দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে উঠলে তার ফেরার সম্ভাবনা রয়েছে সেরা একাদশে। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে পিঠে চোট পান ফিলেন্ডার।
ধারনা করা হচ্ছিল, বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্লাব কেপ কোবরার হয়ে খেলছেন ফিলেন্ডার। দলটির কোচ অ্যাশওয়েল প্রিন্স জানিয়েছেন, এখনও পাঁচ দিনের ম্যাচ খেলার মত পুরোপুরি ফিট নন তিনি। মূলত তার রিপোর্টের ওপর ভিত্তি করেই প্রথম টেস্টে ফিলেন্ডারকে দলের বাইরে রাখা হচ্ছে।