শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
প্রথম দিনে ঝড়ের গতিতে রান তুলেছে এলগার, আমলারা
প্রকাশ: ০৮:৩০ pm ০৬-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৫৬ am ০৭-১০-২০১৭
 
 
 


ব্লুমফন্টেইনে প্রথম দিনটা হতাশায় কাটলো বাংলাদেশের। ম্যাচের নিয়ন্ত্রণই কেবল নয়, সারাদিন ঝড়ের গতিতে রান তুলেছে এলগার, আমলারা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪২৮। ওভার প্রতি তারা তুলেছে প্রায় পাঁচ (৪.৭৬) রান করে। অপরদিকে সারাদিন বোলিং করে  মাত্র তিনটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম। তবে তাঁর সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন টাইগার বোলাররা। ২৪৩ রানের জুটি গড়েন দুই ওপেনার। দুই জনই হাঁকান সেঞ্চুরি। শুভাশীষের বলে মোস্তাফিজকে ক্যাচ দেয়ার আগে ডিন এলগার করেন ১১৩ রান। চার ওভার পর আরেক ওপেনার এইডিন মার্করামকে ফিরিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেয় বাংলাদেশ। রুবেল হোসেনের অসাধারণ ইয়র্কারে বোল্ড হওয়ার আগে মার্করাম খেলেন ১৪৩ রানের অসাধারণ ইনিংস।

চারে নামা টিমবা বাভুমাও ফিরে যান দ্রুতই। ৭ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শুভাশীষের দ্বিতীয় শিকারে পরিণত হন বাভুমা। দিনের বাকিটা সময় কেবলই দক্ষিণ আফ্রিকার। অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত আছে হাশিম আমলা এবং ফাফ ডু প্লেসি। আমলা তার স্বভাবের বাইরে গিয়ে করেছেন ৯৯ বলে ৮৯ রান। আর ৯২ বলে ৬২ করেছেন ডু প্লেসি।

প্রথম দিনে স্বগতিক ব্যাটম্যানদের মেজাজ দেখে সহজেই অনুমেয়, দ্বিতীয় দিনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে মোস্তাফিজ, রুবেলদের জন্য।

স্কোর: দক্ষিণ আফ্রিকা ৪২৮/৩ (এলগার ১১৩, মার্করাম ১৪৩, আমলা ৮৯*, ডু প্লেসি ৬২*; শুভাশীষ ৮৫/২)

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT