বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বাংলা প্রেসক্লাবের যাত্রা শুরু হলো প্যারিসে
প্রকাশ: ০৫:৫৩ pm ০১-০৩-২০১৭ হালনাগাদ: ০৫:৫৯ pm ০১-০৩-২০১৭
 
 
 


প্যারিসে বর্ণাঢ্য আয়োজনে অভিষেক হলো ইউরোপে বসবাসরত বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের। স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে গত রবিবার ফ্রান্সের সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে উদ্বোধনী বক্তব্য রাখেন ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি হযরত আলী খাঁন।

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহসভাপতি এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সামসুল ইসলাম এবং ফ্রান্সের সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপণ করেন প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু।  

এসময় কমিউনিটি নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু তাহির, সংগঠনের সহসভাপতি রিয়াজ হোসেন, এম ডি জাকির হোসেন সুমন ,সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, কমরেড খন্দকার, মোহাম্মদ নুরুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নয়ন মামুন, দপ্তর সম্পাদক আল আমিন, সহ দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক তুফাজ্জল তপু, সদস্য আবুল কালাম মামুন।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।

ইউরোপে বাংলাদেশের অবস্থান সদৃঢ় করতে কমিউনিটি নেতাদের ঐক্যবদ্ধ হয়ে হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT