শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বায়ার্নকে ৪-০ গোলে রাজিত করে ফর্মের তুঙ্গে এসি মিলান
প্রকাশ: ১০:১৫ am ২৩-০৭-২০১৭ হালনাগাদ: ১০:২৯ am ২৩-০৭-২০১৭
 
 
 


বায়ার্ন মিউনিখকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ফর্মের তুঙ্গে রয়েছে এসি মিলান। অভিষেকেই বড় জয় উদযাপন করলেন মোটা অংকে এসি মিলানে যোগ দেয়া ফুটবল তারকা লিওনার্দো বনুচ্চি।  গতকাল (শনিবার) চিনের শেনজিনে ৪০ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য বদলী হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন ৪০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে মিলানে যোগ দেয়া এই সেন্টার ব্যাক।  এর আগেই প্রথমার্ধ থেকেই গোল উৎসব শুরু করে মিলান। ম্যাচের ১৩তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় মিলান। ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইতালীয় জায়ান্টরা। গোলটি করেন উলফসবার্গ থেকে ১৭ মিলিয়ন ইউরোতে মিলানে যোগ দেয়া রড্রিগেজ। খেলায় নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি আদায় করেন প্যাট্রিক (৩-০)। সর্বশেষ ৮৫তম মিনিটে চালানোগলু বাঁ প্রান্ত দিয়ে জোরালো শটে লক্ষ্য ভেদ করে ব্যবধান ৪-০ করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT