পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার অংশ হিসেবে বিশ্ব একাদশে বনাম পাকিস্তানের মধ্যে ইনডিপেন্ডেন্স কাপ নামের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করা হয়েছে। ঘরের মাঠে বিশ্ব একাদশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৬ সদস্যের পাকিস্তান দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন সরফরাজ আহমেদ। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজ। তার আগে দুবাইয়ে দুই দিনের ক্যাম্পে অংশগ্রহণ করবে বিশ্ব একাদশ।
পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটকিপার), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আমিন, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমির ইয়ামিন, রুম্মন রইস, উসমান সিনওয়ারি, সোহেল খান।
এদিকে ৭টি দেশের ক্রিকেটারদের নিয়ে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসের নেত্বৃতে ঘোষিত হয়েছে বিশ্ব একাদশের দল।