বিসিবির বিশেষ সাধারণ সভায় সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সভাতেই নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশনই জানাবে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
০৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে পাস হওয়া ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গঠনতন্ত্র অনুমোদনের পর নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছিল এনএসসি।