শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের তিক্ত স্বাদের পর জরিমানা করা হলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাকে। এছাড়া প্রতিপক্ষ দলের ওপেনার দানুশকা গুনাথিলাকা হয়েছেন তিরস্কৃত। আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়েছে বাংলাদেশ অধিনায়কের। সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারে মেহেদী হাসান মিরাজের বলে গুনাথিলাকা আউট হন। এরপর শ্রীলঙ্কার ওপেনারের দিকে দৌড়ে যান মাশরাফি, জোরে চিৎকার করে ক্ষুব্ধ চোখে তাকান তার দিকে। আগ্রাসী এই আচরণের কারণে তার পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচ শেষে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে নিজের দায় স্বীকার করে নেন মাশরাফি। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এ নিয়ে দুটি ডিমেরিট পয়েন্ট পেলেন মাশরাফি। এর আগে ২০১৬ সালের ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আচরণবিধি ভঙ্গ করেন তিনি।