যুব বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনালে টসে জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ভারত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৩টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে মুখোমুখি হয় এশিয়ার এই দুই ক্রিকেট পরাশক্তি। ব্যাটিংয়ে নেমে ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭২ রান। জয়ের জন্য ২৭৩ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে ২৯ ওভার ৩ বলে সবগুলো উইকেট হারিয়ে ৬৯ রান করতে সক্ষম হয় পাকিস্তান। ফলে ২০৩ রানে হার নিয়েই পাকদের মাঠ ছাড়তে হয়। তিনবারের চ্যাম্পিয়ন ভারত এই আসরে গ্রুপ পর্বের সব ম্যাচে জয় পেয়েছে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শেষ চারে জায়গা খুঁজে নেয় ভারতীয় যুবারা। অপরদিকে, টুর্নামেন্টের শুরুতেই আফগানিস্তানের কাছে হারে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে পরবর্তী তিন ম্যাচেই জয় লাভ করেছে এশিয়ার এই পাওয়ার হাউজ। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায় মাত্র ৩ উইকেটের ব্যবধানে।