ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে কুম্বলের চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এটি নিশ্চিত করেছে। সরে দাঁড়ানোর কারণ হিসেবে কোচ হিসেবে চুক্তি শেষ হওয়ার কথাই জানিয়েছেন কুম্বলে। তবে ধারণা করা হচ্ছে একবছরের মেয়াদ ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন করে আর নবায়ন না করায় মঙ্গলবার সন্ধায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে শিরোপা হাতছাড়া করে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে কোহলিরা। আর এমন সময় ভারতীর কোচ হিসেবে সাবেক এই লেগ স্পিনারের অধ্যায়টা সমাপ্তির ঘোষণা আসল তার মেয়াদ শেষ হবার মাত্র ১০ দিন আগে। উল্লেখ্য, কুম্বলে ১৩২টি টেস্ট খেলে ৬১৯ উইকেট, ২৭১টি ওয়ানডেতে ৩৩৭ উইকেট এবং ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৭টি উইকেট নেন। আর কোচ হিসেবে কুম্বলের অধীনে দেশের মাটিতে ১৩ টেস্টের ১০ টিতেই জিতেছে ভারত। দুটিতে ড্র। হেরেছে মাত্র একটিতে।