বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ভারসাম্য হারিয়ে কাঁচের ওপর পড়ে আহত হয়েছেন তামিম ইকবাল
প্রকাশ: ০৩:১১ pm ১৩-০৮-২০১৭ হালনাগাদ: ০৩:১৫ pm ১৩-০৮-২০১৭
 
 
 



ভারসাম্য হারিয়ে কাঁচের ওপর পড়ে আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান তামিম ইকবাল। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই জখমের শিকার হয়ে আহত হন তিনি। জানা যায়, মাঠ থেকে এসে ড্রেসিংরুমে ঢোকার জন্য কাচের দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই সেটি ভেঙে পড়ে। ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান সেই কাচের ওপর। মাথায় হেলমেট আর পায়ে প্যাড ছিল। তাই মাথা ও পায়ে আঘাত পাননি। ভাঙা কাচের টুকরো তার পেটে ঢুকে যায়। জখম সারাতে চারটি সেলাই পড়েছে তার পেটে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতি ম্যাচের পরের দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার (১০ ও ১১ আগস্ট) মাঠে নামেননি তামিম। শনিবার (১২ আগস্ট) দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন। ঢাকাতেও প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেলাই কাটার পর অবস্থা পর্যবেক্ষণ করে তামিমের মাঠে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT