শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ভেনাসকে হারিয়ে চ্যাম্পিয়ন মুগুরুসা
প্রকাশ: ০৯:৩৯ am ১৬-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৪১ am ১৬-০৭-২০১৭
 
 
 


ভেনাস উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন গার্বিনে মুগুরুসা। এতে করে উইম্বলডনে সবচেয়ে বেশি বয়সী নারী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ হারিয়েছেন ভেনাস। শনিবার সেন্টার কোর্টে ফাইনালের প্রথম সেটে ৭-৫, ৬-০ গেমে জয় নিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেন মুগুরুসা। শুরুর দিকের লড়াইটা ভালোভাবে জমে উঠলেও দ্বিতীয় সেটে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন ৩৭ বছর বয়সী ভেনাস। পরে জয়ের স্বাদ নিতে পারেন নি তিনি।  এর আগে ২০১৫ উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন মুগুরুসা। কিন্তু সেবার সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান। এবার তার বড় বোন ভেনাসকে হারিয়ে গ্রাস কোর্টের গ্র্যান্ড স্ল্যামে প্রথম শিরোপা জিতলেন ২৩ বছর বয়সী স্পেনের এই খেলোয়াড়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT