টানা চতুর্থ জয়ে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে জাতীয় দাবায় এককভাবে শীর্ষে উঠেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
রোববার (২৬ নভেম্বর) দাবা ফেডারেশনে ফিদে মাস্টার আমিনুল ইসলামকে হারিয়ে প্রতিযোগিতায় টানা চতুর্থ জয় তুলে নেন রাজীব।
পঞ্চম রাউন্ডে জিতেছেন বাকি দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল রাকিব। ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজ উদ্দিনকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে জিয়া দ্বিতীয় স্থানে রয়েছেন।
ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান সাকিলকে হারানো রাকিব সাড়ে ৩ পয়েন্ট নিয়ে আমিনুলের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের মধ্যে নিয়াজ-রিফাতকে ছাড়াই শুরু হয়েছে এবারের জাতীয় দাবার ৪৩তম আসরে। বাকি তিন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল রাকিবসহ মোট ১৪ জন দাবাড়ু এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।