সিনিয়র সতীর্থের সঙ্গে খারাপ ব্যবহার করে মোটেও ভালো ছিলেন না শুভাশীষ। ম্যাচ শেষে মাশরাফির সঙ্গে দেখা করতে ছুটে যান তিনি। ক্ষমাও চেয়ে নেন। মাশরাফিও তাঁকে ক্ষমা করেন। তাসকিন আহমেদের উপস্থাপনায় এক ফেসবুক ভিডিওবার্তায় একই সঙ্গে ছিলেন মাশরাফি ও শুভাশীষ।
মাশরাফি বলেন, ‘আমি আর ও (শুভাশীষ) পুরোপুরি ঠিক আছি। সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন, আশা করি ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে।’