মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন চলছে । এতে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।
রোহিঙ্গাদের ওপরে এই নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ বিক্ষোভ-সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড। বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ট্যাংকের পাড় থেকে বের হয়ে বিশাল মিছিলটি কাউতলী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাওলানা আশেকে এলাহীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা মনিরুজ্জামান সিরাজী, মুফতি আব্দুর রহিম সিরাজী প্রমুখ।
বক্তারা মিয়ানমারে মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান। একই সঙ্গে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে।
ফেনী: ফেনীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সচেতন যুবসমাজ। বেলা ১১ টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন স্টার লাইন ফেনীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাঈন উদ্দিন পাটোয়ারী, মিলন, রাসেল, আরিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ‘মিয়ানমার সরকার আরাকানে নিরীহ, নিরস্ত্র রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যা ও নির্যাতন চালাচ্ছে। গ্রামের পর গ্রাম, মসজিদ-মাদ্রাসা, হাজার হাজার মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অসহায় মুসলিম নারীরা ধর্ষণের শিকার হয়ে সম্ভ্রম হারাচ্ছেন।’ বর্বর এ গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
নেত্রকোনা: নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়ায় বড় জামে মসজিদের সামনের সড়কে ইত্তেফাকুল উলামা নেত্রকোনা শাখার উদ্যোগে মানববন্ধন হয়। বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ইত্তেফাকুল উলামা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মৌলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক মৌলানা আবদুল কাইয়ুম, নেত্রকোনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবদুল বাতেন প্রমুখ। বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
শরীয়তপুর: শরীয়তপুর উলামা পরিষদের ব্যানারে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের মনোহরবাজার মোড় থেকে প্রেমতলা মোড় পর্যন্ত ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শরীয়তপুরের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মুফতি শফিউল্লাহ খান, সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাসেমী, শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল্লাহ খন্দকার, পুলিশ লাইন মসজিদের ইমাম মাওলানা কারামত আলী প্রমুখ।