বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
স্থলমাইন বিস্ফোরণে আরও ২ রোহিঙ্গা নিহত
প্রকাশ: ১২:৩৭ pm ১২-০৯-২০১৭ হালনাগাদ: ১২:৩৯ pm ১২-০৯-২০১৭
 
 
 


মায়ানমার সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আশারতলিতে পৃথক দুটি স্থলমাইন বিস্ফোরণে আরও দুই রোহিঙ্গা নিহত হয়েছেন । সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে এ নিহতের ঘটনা ঘটে । নিহতরা হলেন- মায়নমারের টাইরঢেবা এলাকার রোহিঙ্গা কৃষক ছৈয়দ আহমদ (৫৫) এবং পেংছড়ি গ্রামের বাসিন্দা মোক্তার আহমদ (৪৫) । বিস্ফোরণের পর স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে । পরে তাদের সরিয়ে নেয়া হয় । প্রত্যক্ষদর্শীরা জানায়,  সোমবার সকাল ১১টায় রোহিঙ্গাদের কয়েকজন নিজেদের ফেলে আসা ৩টি মহিষ নিয়ে বাংলাদেশ সীমান্তের ৪৪নং পিলারের কাছাকাছি নো-ম্যান্স ল্যান্ডে পৌছলে ৩টি স্থলমাইন বিস্ফোরিত হয় । এতে রোহিঙ্গা কৃষক ছৈয়দ আহমদ নিহত হন এবং পাশাপাশি ৩টি মহিষও আহত হয় । এদিকে সোমবার রাত ৭টা থেকে ৯টার মধ্যে সীমান্তের ৪৫, ৪৬ ও ৪৭নং পিলার এলাকার পৃথক আরো ৩টি মাইন বিস্ফোরিত হয় । রাত ১১টায় ৪৫নং পিলারের কাছে মাইন বিস্ফোরিত হয়ে নিহত হন ফকিরাবাজার এলাকার বাসিন্দা মোক্তার আহমদ । পরিবারসহ বাংলাদেশে পালিয়ে আসার পথে সীমান্তে মাইন বিস্ফোরিত হয়ে তার তার দুটি পা উড়ে যায় । সোমবার রাত ১টায় নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সালমান করিম খান মোক্তার আহমদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্থলমাইন বিষ্ফোরণে ওই ব্যক্তির ডান পায়ের তালু উড়ে গেছে এবং বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে । আশংঙ্কাজনক অবস্থায় তাকে সাড়ে বারোটায় হাসপাতালে পাঠানো হয়। কয়েকদিনে এ ধরনের মাইন বিস্ফোরণে নারীসহ ৪ রোহিঙ্গা নিহত, আহত হয়েছেন ৪ জন ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT