শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মেয়ের বিয়েতে না যাওয়ার কথা জানিয়েছেন ম্যারাডোনা
প্রকাশ: ০৯:৩২ am ১৮-০১-২০১৮ হালনাগাদ: ০৯:৩৭ am ১৮-০১-২০১৮
 
 
 


ফুটবলের রাজপুত্র দিয়াগো ম্যারাডোনা বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। নতুন করে আবারও বিতর্কে জড়ালেন তিনি। এবারের ঘটনাটি ঘটলো তার মেয়ের বিয়েকে কেন্দ্র করে। চলতি বছরের এপ্রিলে প্রথম পক্ষের বড় মেয়ের ডালমার বিয়ে। কিন্তু মেয়ের বিয়েতে না যাওয়ার কথা জানিয়েছেন আর্জেন্টিনা দলের পক্ষে প্রথম বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার।  এ ব্যাপারে ম্যারাডোনা জানিয়েছেন, 'রোসিয়ো অলিভিয়া আমার বর্তমান স্ত্রী। কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়নি। একারণে আমি বিয়েতে যাচ্ছি না। ডালমাই একমাত্র কনে নন যার বিয়েতে তার বাবা উপস্থিত থাকছে না।'   তিনি আরও জানিয়েছেন, 'এটা আমার জন্য খুব দুঃখজনক। আমার শরীরে, ত্বকে ডালমার নামে ট্যাটু আছে। আমি আমার মেয়েকে খুব ভালবাসি। তাই  তার নামে ট্যাটু করিয়েছি। ওর মতোই আমি আমার অন্য সন্তানদের ভালবাসি। সিদ্ধান্তটা নিতে খুব কষ্ট হয়েছে। কিন্তু আমি নিরুপায় হয়েই এমন সিদ্বান্ত নিয়েছি। আমার কাছে অন্য কোনো পথ খোলা নেই।' প্রসঙ্গত, ম্যারাডোনার প্রথম স্ত্রী ছিলেন ক্লডিয়া ভিলাফ্যানে। সেই ঘরে তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে। বর্তমান স্ত্রী অলিভিয়ার সঙ্গেও তার আরও তিনটি সন্তান রয়েছে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT