ওমানে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখার মিশন নিয়েই বাছাই পর্ব খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেমিফাইনাল পর্যন্ত মাঠের পারফরম্যান্সও অসাধারণ ছিল জিমি-মিলনদের। তবে গতবারের পুনরাবৃত্তি করতে পারেনি বাংলাদেশ। আগেরবার এশিয়ান গেমসের বাছাইয়ে ৬-১ গোলে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবার সেই দলটির কাছেই ২-০ গোলে হেরে গেছে। ফলে রানার্সআপের তকমা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো জাতীয় হকি দলের।
ওমানের কাবোস ক্রীড়া কমপ্লেক্সে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথম অর্ধে গোল পায়নি কোন দলই। তবে দ্বিতীয় পর্বের শেষ সময়ে আল ফাজারি রাশেদ পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলে লিড পায় স্বাগতিকরা। আর তৃতীয় অর্ধের শুরুতে রাজাব বাসিম খাতার গোল করলে ব্যবধান দ্বিগুণ করে নেয় ওমান।
আগের কয়েক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়া বাংলাদেশের দিকে তাকিয়ে ছিল সমর্থকরা। তবে ফাইনালের মঞ্চে পিছিয়ে পড়ে জ্বলে উঠতে পারেননি জিমি-মিলনরা। এদিকে শিরোপা জিততে না পারলেও এশিয়ান গেমসের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে মাহবুব হারুনের দল।