রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
রানি  মুখার্জির বাবা, চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি আর নেই
প্রকাশ: ০৭:০০ am ২৩-১০-২০১৭ হালনাগাদ: ১০:৪৭ am ২৩-১০-২০১৭
 
 
 


বলিউড অভিনেত্রী রানি মুখার্জির বাবা, চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি আর নেই। আজ রোববার ভোর ৫টায় মারা যান তিনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে খবরটি জানিয়েছে এনডিটিভি।  

মৃত্যুকালে রাম মুখার্জির বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। সম্প্রতি হঠাৎ তাঁর রক্তচাপ কমে যাওয়ায়, তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ভারতের মুম্বাইয়ের ‘ফিল্মমালা’ নামে একটি স্টুডিও প্রতিষ্ঠা করেন রাম মুখার্জি।  তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘হাম হিন্দুস্তানি’ ও ‘লিডার’।  ছবি দুটিতে অভিনয় করেছিলেন দীলিপ কুমার ও বৈজয়ন্তিমালা। এ ছাড়া ১৯৯৬ সালে বাংলা ছবি ‘বিয়ের ফুল’ পরিচালনা ও প্রযোজনা করে আলোচিত হন রাম মুখার্জি। ওই ছবিতে রানি মুখার্জির অভিনয় প্রশংসিত হয়।

আজ দুপুরের পরই রাম মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT