রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
সৌদি আরবের জেদ্দায় এক বাংলাদেশি মারা গেছে
প্রকাশ: ০১:৪৪ pm ২৭-০৪-২০১৭ হালনাগাদ: ০১:৪৯ pm ২৭-০৪-২০১৭
 
 
 


সৌদি আরবের জেদ্দায় কাশেম চৌধুরী (৫০) নামের এক বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে নিজ বাসায় মারা যান তিনি।

কাশেম চৌধুরী কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের আব্দুল গফুর চৌধুরীর বড় ছেলে। তার মরদেহ বর্তমানে মালিক ফাহাদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর জন্য জেদ্দার কনস্যুলেটের সহযোগিতা চেয়েছেন মৃতের পরিবার।

জানা যায়, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে সৌদি আরবে পাড়ি জমান কাশেম। তিনি সেখানে একটি কম্পানিতে কাজ করতেন। তার দুই কন্যা সন্তান রয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT