রাজধানীর কোতোয়ালি থানাধীন সদরঘাট শরিফ মার্কেট এলাকায় ভবন থেকে পড়ে রাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছ। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে একটি মৃতদেহ রাস্তায় পড়ে আছে এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে ওই এলাকায় কোন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের ধারণা, ওই এলাকার কোনো এক ভবন থেকে রাকিব লাফিয়ে পড়ে আত্নহত্যা করেছে। তার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মিডফোট হাসপাতালের মর্গে পাঠানো হবে।