লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ ১০ দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রামগতি ও লক্ষ্মীপুরের পৃথক দুইটি ফায়ার সার্ভিস ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে আল সৈয়দ শাড়ি ঘর, মা-ফাতেম বস্ত্রালয়, মা-কলি বস্ত্রালয়, তামিম বস্ত্রালয়, ওহাব বস্ত্রালয়, ইব্রাহিম ক্লথ স্টোর, মহি উদ্দিনের মুদি দোকান, বিসমিল্লাহ টেলিকমসহ ১০ দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের দাবি ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।