শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
শৈলকুপায় ভূয়া চিকিৎসকের ৬ মাসের কারাদন্ড
প্রকাশ: ০১:০২ pm ০৪-১০-২০১৭ হালনাগাদ: ০১:০৪ pm ০৪-১০-২০১৭
 
 
 


মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ  ঝিনাইদহের শৈলকুপায় সুকুমার রায় (৫৮) নামের এক ভূয়া চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত সুকুমার রায় শৈলকুপা উপজেলা শহরের নগরপাড়ার মৃত ঈশ্বরচন্দ্রের ছেলে। আদালত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের জনপ্রিয় নামের ফার্মেসীতে সুকুমার রায় নামের এক ব্যাক্তি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারা মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়। এছাড়াও জনপ্রিয় ফার্মেসীর মালিক শরিফুলকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT