মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালকের হাতে স্মরণ বাউরী (৪৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে খুন হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে চা বাগানে এ খুনের ঘটনা ঘটে। তারা উভয় চাতলা চা বাগানের শ্রমিক। খুনের অভিযোগে শ্যালক সুসেন কুমার বাউরীকে (২৫) আটক করেছে পুলিশ। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ এ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক সুসেন কুমার বাউরীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত দা’টি উদ্ধার করা হয়েছে।