শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সমাজের ঘটে ‍যাওয়া ঘটনাগুলো বিচারকদের স্পর্শ করে- প্রধান বিচারপতি
প্রকাশ: ০১:১৩ pm ২২-০৮-২০১৭ হালনাগাদ: ০১:১৪ pm ২২-০৮-২০১৭
 
 
 


সমাজের ঘটে ‍যাওয়া ঘটনাগুলো বিচারকদের টাচ (স্পর্শ) করে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আজ মঙ্গলবার ব্যাংকের ঋণ-সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘সমাজে কী হচ্ছে, তা আমাদের টাচ করে। আমরা যখন চেম্বারে থাকি, তখন এক রকম; আর যখন চেয়ারে বসি (এজলাসে), তখন আমাদের মানসিকতা পরিবর্তন (চেঞ্জ) হয়ে যায়। এখানে ধনী-গরিব সব ধরনের বিচারপ্রার্থী আসে। আমরা সবার বিচার করি।’

অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি মৌলভীবাজারের এক কৃষকের ঋণের ঘটনা তুলে ধরেন। ওই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘এ ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়।’

এ মামলায় আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT