শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
সরকার ৫৭ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে - ইকবাল সোবহান চৌধুরী
প্রকাশ: ১০:০৫ am ২৩-০৭-২০১৭ হালনাগাদ: ১০:১২ am ২৩-০৭-২০১৭
 
 
 


প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ৫৭ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। তাই নিবর্তনমূলক কোনো আইনই তিনি সমর্থন করেন না। ইতোমধ্যে আইনমন্ত্রী ৫৭ ধারা সংশোধনের কথাও বলেছেন। তিনি গত শুক্রবার রাতে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আযোজিত গাইবান্ধার জাতীয় পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা ও এ বছরের বাছাইপর্বের বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম হিরু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ, প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারফ হোসেন পাকবীর প্রমুখ। তথ্য উপদেষ্টা আরও বলেন, নতুন প্রজন্মের সন্তানদের হাতে জ্ঞানের আলোকবর্তিকা তুলে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চান। তাদের সুস্থ সংস্কৃতিচর্চার সুযোগ করে দিতে অভিভাবকসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি মাদকাসক্তি ও জঙ্গিবাদ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। পরে শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ‘দেশের ৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন’ : লালমনিরহাট প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির যুগে দেশের ৭ কোটি মানুষ ফেসবুক-ইন্টারনেট ব্যবহার করছে। আজকের এই ডিজিটাল দেশ আগামী দিনে হবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ। গতকাল দুপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা লালমনিরহাট শাখার আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবীরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক ইয়াসিন মোহাম্মদ, কবি ও গল্পকার ফেরদৌসী রহমান বিউটি, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা লালমনিরহাটের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিঠু প্রমুখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT