মরণ রোগ ক্যান্সারের কাছে হেরে মাত্র ৪৯ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন আনা নোভোতনা। সদাহাস্যময়ী আনা নোভোতনা ১৪ বছরের ক্যারিয়ারে ২৪টি WTA সিঙ্গল খেতাব এবং ৭৬টি ডাবলস খেতাব জিতেছেন। ১৯৯৮ সালে জীবনের সবচেয়ে বড় জয় তিনি পান উইম্বলডনের আসরে। সব মিলিয়ে মোট ১৭ গ্র্যান্ডস্লাম খেতাব তার ঝুলিতে। যার মধ্যে ১২টি ডাবলস, ৪টি মিক্সড ডাবলস খেতাবও রয়েছে। ২০০৫ সালে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেম-এ পাকাপাকি জায়গা করে নেন নোভোত্নাস। শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নন, মানুষ হিসেবেও আনা নোভোতনাকে মনে রাখবে টেনিস দুনিয়া। কয়েক বছর আগে তিনি পেশাদার কোচিংও করাতে শুরু করেন। তবে রোগের কারণে মাঝে মধ্যেই তাকে ছুটি নিতে হয়েছে। তবে কখনো থেমে যাননি। ১৯ নভেম্বর ২০১৭ সালে অবশেষে থামলেন তিনি।