শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে মাত্র ১৩৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২১ রানে হেরেছে পাকিস্তান। তবে এই ম্যাচ পাকিস্তান হারবে তা কেউ কল্পনাও করতে পারেনি। সোমবার (০২ অক্টোম্বর) সংযুক্ত আরব আমিরাতে লংকান স্পিনারদের বোলিং তোপে মাত্র ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। এর আগে প্রথম ইনিংসে শ্রীলংকার ৪১৯ রানের জবাবে ৩ রানের লিডসহ পাকিস্তান করেছিল ৪২২ রান। পরে শ্রীলংকা তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় মাত্র ১৩৮ রানে। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৬ রানের। তবে হেরাথ ও দিলরুয়ান পেরেরার বোলিং তোপে পাকিস্তান মাত্র ১১৪ রানে অলআউট হলে ২১ রানের জয় পায় শ্রীলংকা। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হেরাথ।