টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচের একাদশে নেই তামিম ইকবাল।
এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে বাংলাদেশের চার তরুণের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন আরিফুল হক, আফিফ হোসেন, জাকির হাসান ও নাজমুল হোসেন অপু।
চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেলেন তামিম। বাহুর পেশীতে টান খাওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। এই ওপেনারকে ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে কুড়ি ওভারের প্রথম ম্যাচে ‘অনভিজ্ঞ’ এক দলই নামিয়েছে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই হারতে হয়েছে স্বাগতিকদের। টেস্ট সিরিজেও হতাশ হতে হয়েছে সফরকারীদের সামনে। চট্টগ্রাম টেস্ট ড্র করলেও ঢাকা টেস্টে বাজেভাবে হারতে হয় টাইগারদের। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তাই ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা মাহমুদউল্লাহদের।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম অপু, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক, রুবেল হোসেন।