শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশ: ০১:৫৭ pm ২৯-১১-২০১৭ হালনাগাদ: ০১:৫৯ pm ২৯-১১-২০১৭
 
 
 


অ্যাশলে ইয়ংয়ের জোড়া গোলে ওয়াটফোর্ডকে ৪-২ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)।  মঙ্গলবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১৯তম মিনিটেই গোল পায় ইউনাইটেড। স্বদেশি জেসে লিনগার্ডের পাস পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন ইয়ং। ছয় মিনিট পর দারুণ ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ এই মিডফিল্ডার। ৩২তম মিনিটে দলের পক্ষেতৃতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্শিয়াল। বিরতির পর ৭৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড ট্রই ডিনি। সাত মিনিট পর ফরাসি মিডফিল্ডার আবদুলাই দুকুরে আরেকটি গোল করলে ইউনাইটেড শিবিরে শঙ্কা জাগে।   তবে ৮৬তম মিনিটে ২২ গজ দূর থেকে লিনগার্ড স্কোরলাইন ৪-২ করলে জয় নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের। এই জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে কমিয়ে এনেছে ইউনাইটেড। ১৪ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩২। এক ম্যাচ কম খেলা পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৩৭।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT