মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে দেশটি থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ যে ভূমিকা রাখছে তার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ও মানবিক সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ যে ক্রমাগত মহানুভবতার পরিচয় দিয়ে চলেছে আমরা এর সাধুবাদ জানাই। শনিবার (০৯ সেপ্টেম্বর) প্রকাশিত বিবৃতিটিতে আরও বলা হয়, বাস্তুচ্যুত মানুষদের জরুরি সহায়তা দিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক রেডক্রস কমিটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ সহযোগী সকল সংগঠনের সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে। সেই সঙ্গে গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ যে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের খবর দিয়েছে তাতেও যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয় যে, গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। সেখানে নিপীড়ন ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ থেকে বাঁচতে লোকজন বাংলাদেশে পালিয়ে আসছে। সর্বশেষ হিসাব অনুযায়ী গত দুই সপ্তাহে নির্যাতনের মুখে প্রায় তিন লাখ রোহিঙ্গা উদ্বাস্তু বাংলাদেশে প্রবেশ করেছে।