বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ হয়ে গিয়েছিল ১৯ ওভার আগেই। সারারাত ধরে হওয়া বৃষ্টি এখনো না থামায় শুরু হয়নি তৃতীয় দিনের খেলাও।
ক্রাইস্টচার্চের স্থানীয় সময় সকাল ১০ টা ৩৭ মিনিটে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির বাগড়ায় এখন অনিশ্চয়তায় তৃতীয় দিনের খেলা। বৃষ্টি থামলে আম্পায়াররা খেলা শুরুর সময় জানাবেন। আবহাওয়ার পূর্বাভাসে ক্রাইস্টচার্চে আজ সারাদিনই বৃষ্টির হওয়ার কথা বলা হয়েছে। মাঠে বাংলাদেশ দল এলেও হোটেলেই সময় কাটাচ্ছে নিউজিল্যান্ড।
দ্বিতীয় দিনের খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে এসেছিল বাংলাদেশ। সাকিব মাত্র ৯ বলের মধ্যে মিচেল স্যান্টনার, বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে দিয়েছিলেন। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৬০।