শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আইপিএলে শিরোপা মুম্বাই ইন্ডিয়ান্সের
প্রকাশ: ১২:৩০ am ২২-০৫-২০১৭ হালনাগাদ: ০৯:১৮ am ২২-০৫-২০১৭
 
 
 


আইপিএলের দশম আসরের ফাইনালের শুরুটা ছিল ম্যারম্যারে। কিন্তু শেষটা ছিল উত্তেজনায় ঠাঁসা। লো স্কোরিং ম্যাচ। তারপরও উত্তাপ ছড়াল প্রত্যাশার চেয়েও বেশি। রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হল। বার বার পেন্ডুলামে ঝুলে যাচ্ছিল ম্যাচের ভাগ্য। 

শেষ বল না হওয়ার পর্যন্ত বোঝা যাচ্ছিল না কে জিততে যাচ্ছে আইপিএলের দশম আসরের শিরোপা। শেষ পর্যন্ত ১ রানে রাইজিং পুনে সুপারজায়ান্টকে হারিয়ে আইপিএলের জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের ছুড়ে দেওয়া ১৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি করতে পারেনি।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ রানেই প্রথম উইকেট হারায় রাইজিং পুনে। জাসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান রাহুল ত্রিপাথি (৩)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে আজিঙ্কা রাহানে ও স্টিভেন স্মিথ দলীয় স্কোরকে ৭১ রান পর্যন্ত টেনে নেন। এরপর ব্যক্তিগত ৪৪ রানে জনসনের বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহানে।

সেখান থেকে দ্রুত উইকেট হারাতে থাকে রাইজিং পুনে। পাশাপাশি রানের গতিও কমে আসে। ৯৮ রানে ধোনি আউট হন। আজ ১০ রান করে জনসনের শিকারে পরিণত হন ধোনি। তিনি আউট হওয়ার সময় জয়ের জন্য ৩.২ ওভারে দরকার ছিল ৩২ রান। কিন্তু ১৯.২ ওভারের সময় ১২৩ রানের মাথায় আজিঙ্কা রাহানে ও ১৯.৩ ওভারের সময় একই রানে স্টিভেন স্মিথ ৫১ রান করে ফিরে গেলে জয়টা কঠিন হয়ে যায় রাইজিং পুনে সুপারজায়ান্টের জন্য।

জয়ের জন্য শেষ ৩ বলে প্রয়োজন ছিল ৭ রান। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। সেখানে ২ রান নিতে সমর্থ হয় পুনে। তাতে অবশ্য জয় ধরা দেয়নি তাদের হাতে। আর প্রথম শিরোপাও জেতা হয়নি তাদের।

বল হাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মিশেল জনসন ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। ম্যাচসেরা নির্বাচিত হন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রুনাল পান্ডিয়া।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে ক্রুনাল পান্ডিয়ার ৩৮ বলে ৪৭ ও রোহিত শর্মার ২৪ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। বল হাতে রাইজিং পুনে সুপারজায়ান্টের জয়দেব উনাকাত, অ্যাডাম জাম্পা ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান ২টি করে উইকেট নেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT