মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আওয়ামিলীগেই পাকিস্তান!!!
প্রকাশ: ০২:৫২ pm ১০-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:২৮ pm ১৬-০৯-২০১৭
 
 
 


আওয়ামিলীগেই পাকিস্তান!!!

রাজাকার ফিরে আসে সময়ের বিবর্তনে, নুতন রুপে!

ফিরে আসে নানা রুপে, মন্ত্রি হয়ে,রাষ্ট্রর প্রধান হয়ে!

রাজাকার ছিল ৭১ এ স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধিতায়

রাজাকার ফিরলো পরোক্ষে ৭৫ এ মোশতাকি কায়দায়।

লাল সবুজের পতাকা,জনগনের সন্মান হয়ে গেল ধর্ষণ

রাজাকার, উড়িয়ে গাড়ীতে হল পতাকার ধারক বাহক

পাকিস্তানের আস্থাভাজন জিয়াউরের সময় কালে

রাজাকার পুনর্বাসন গোলাম আজমের ফিরে আসা।

জিয়াউরের বদান্যতা,সা কা চৌধুরীদের আস্ফালন!!

দেশ প্রেমিক!!! জিয়াউরের বাংলাদেশের বিরুদ্ধাচারন,

৭৫-৮১ দৃশ্যত পরিবর্তন,নামে বাংলা কার্য্যত পাকিস্তান!!

আজ শোনা যায় নুতন করে দেশ বিরোধের আহব্বান

ঘুপটি মেরে বসে থাকা আওয়ামিলীগেই পাকিস্তান!!!

 

মুশফিকুর রহমান মোহন।

শাহজালাল বিমান বন্দর
১৩ আগষ্ট ২০১৭
ভোর ৫ ঘটিকা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT