রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
যাবার বেলা -২
প্রকাশ: ০৯:৩৩ am ২০-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:৩৬ am ২০-০৯-২০১৭
 
 
 


"যাবার বেলা -২"

চলেই গেলে!!
ফেরানো যে গেলো না কিছুতেই,নাকি তুমিই রইলেনা!
জানি না,আমি জানি না,জেনেছি হৃদয়ের অনুভুতিতে 
তুমি ছিলে যেন জীবনে আমার,যাদু দন্ড জীয়ন কাঠি।

নিস্তব্ধ নিশুতি ৩টা, নীদ্রদেবী পালিয়েছে তোমার ভয়ে 
গুনছি আমি দুর আকাশের তারা!গ্রীলে মাথা ঠেকিয়ে।
মনে পড়ল,
ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে মেঘনায়,জেলেদের জালে 
সরবরাহ বৃদ্ধি,আকর্ষণ!ও বিক্রয় কমেছে,রুপালি ইলিশে।

দাম কমেছে,মেঘনা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়েছে বলে!!
সরবরাহ আর চাহিদা তত্ব! যেন নুতন করে জানিয়ে দিল।

প্রেমের নেই বন্ধন!মুল্য নির্ধারন,চাহিদা,সরবরাহের পরিমানে 
জীবনের অংক! দেরিতে অনুধাবন,শুধু আমিই কি সরবরাহ?

মুশফিকুর রহমান মোহন
১৫ ডিসেম্বর ২০০০
তাসখন্দ 
উজবেকিস্তান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT